আপনারা অনেকেই জানতে চান যে Lakeme cc ক্রিম আপনাদের ত্বকের জন্য উপযোগী কিনা। আজকের আর্টিকেলটিতে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই সম্পূর্ণ জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত করুন।
কোথাও যাওয়ার আগে সব সময় ভারী মেকাপ করতে দেখা গেছে অনেক সময় ইচ্ছা করে না। আর একেবারে নরমাল অবস্থায় অর্থাৎ একেবারে সাদামাটা অবস্থায় বের হওয়াটা অনেকের পছন্দ নয়। তাদের জন্যই একমাত্র ভরসা লেকমে সিসি ক্রিম। এটি ত্বকের সঙ্গে দ্রুত মিশে গিয়ে নিখুত বেস তৈরি করে দিতে দারুণ পটু এবং অন্যদিকে এটি একটি ফাউন্ডেশনের চেয়ে অনেক হালকা। এর সঙ্গে ফাউন্ডেশন এর সুবিধা,কনসিলার সানস্ক্রিন মশ্চারাইজার এতগুলো সুবিধা একসঙ্গে পেতে হলে সিসি ক্রিম ছাড়া আর কোন উপায় নেই। এক্ষেত্রে আপনার একমাত্র ভরসা হচ্ছে নেকলে সিসি ক্রিম। বর্তমান বিশ্বে মেয়েদেরই প্রতিদিন মেকাপের রুটিনে জায়গা করে নিয়েছে ল্যাকমি সিসি ক্রিম। খুব দ্রুতই এই সুনাম ছড়িয়ে পড়ছে চারদিকে।
কিন্তু সিসি ক্রিম যে মাখছেন আপনার ত্বকের জন্য এটা উপযোগী তো? একবার ভেবে নিয়েছেন জেনে নিয়েছেন এর কাজ এবং কোন কোন স্কিনের জন্য এটি ব্যবহৃত হয়।?
এই ব্লগটিতে আমরা এই সম্পর্কে জানব।
CC অর্থাৎ কালার কারেকশন/ কমপ্লেকশন কেয়ার
এটি কালার কারেকশনের সংক্ষিপ্ত রূপ| এই ক্রিমের মূল কাজ হল, ত্বকের এবড়োখেবড়ো ভাব আর দাগছোপের মোকাবিলা করা, অর্থাৎ যে দু’টি সমস্যা আমাদের ভারতীয়দের ত্বকের ক্ষেত্রে চিরন্তন৷ মুখের লালচে ভাব লুকিয়ে রাখতেও এটি সহায়তা করে| সুতরাং আপনার দৈনন্দিন জীবনে ত্বকের কনসিলারের কাজটি একাই সামলে নেয় এই CC ক্রিম| তবে খেয়াল রাখতে হবে যে CC ক্রিমের টেক্সচার BB ক্রিমের তুলনায় হালকা, তাই আপনার ত্বকে এই ক্রিম অপেক্ষাকৃত হালকা ম্যাট এফেক্ট দেয়|
স্পর্শকাতর ত্বকের জন্য Lakeme cc cream
যাদের ত্বক একটু স্পর্শকাতর তাদের অল্পতেই র্যাশ বের হয় জ্বালা করে ত্বক লাল হয়ে যায়। তাদের দরকার এমন সিসি ক্রিম যার ত্বককে স্নিগ্ধ আর সুরক্ষিত রাখে এবং সেই সঙ্গে মসৃণ ফিনিশ দেবে। সেই ক্ষেত্রে আপনি এলোভেরা যুক্ত সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকের জন্য সম্পূর্ণ ঠিকঠাক। সারা মুখে ফোঁটা ফোটা করে লাগিয়ে নিন তারপরে পাঞ্চ দিয়ে ব্লেন্ড করে নিন। এবং দিনভর মসৃণ ত্বক উপভোগ করুন। তবে ব্যবহারের আগে অন্যান্য ক্রিমের মত প্যাচ টেস্ট করে নিন।
তৈলাক্ত ত্বকের জন্য Lakeme cc cream
যাদের মুখে ব্রনের উৎপাত আছে এবং যাদের মুখ তেলতেলে তাদের জন্য সিসি ক্রিম আদর্শ একটি ক্রিম। তারা নিঃসন্দেহে সিসি ক্রিম ব্যবহার করতে পারে। ব্রন আর ব্রনের দাগ থেকে তেল তেলে মুক্ত ঝকঝকে দারুন গ্লো এনে দিতে জুড়ে নেই লেক মে সিসি ক্রিমের। তবে কেনার আগে দেখে কিনুন। এমন সিসি ক্রিম কিনুন যা তেল তেলে নয় বরং ওয়াটার বেসড।ব্যবহার করুন এবং পেয়ে যান নির্ধারিত ফলাফল। প্রথমে মুখে ভালোভাবে লাগিয়ে সমানভাবে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করুন তার ওপর বুলিয়ে নিন মেথ পাউডার কম্প্যাক্ট। আরে এভাবেই পেয়ে যাবেন নিজের প্রয়োজনীয় নির্ধারিত ফলাফল। হয়ে যাবেন আকর্ষণ আকর্ষণীয় সুন্দরী।
শুষ্ক ত্বকের জন্য CC cream
তক্ষসখুসে দেখায় আদ্রতার অভাবে,এ ধরনের স্কিনে কোন মেকআপ প্রোডাক্টটি ভালো করে বসতে চায় না। আপনার তো যদি এর এমন শুষ্ক হয় তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই। হতাশ হবেন না। আপনার জন্য রয়েছে লেকমি সিসি ক্রিম। এমন সিসি ক্রিম কিনুন যাতে গ্লিসারিন রয়েছে। কারণ গ্লিসারিন তোকে খুব সহজেই আদর রাখে। আদ্রতা কে যে কোন মেকআপ প্রোডাক্টটি ভালো করে বসে যায়।সেটা তো আপনার প্রথমে সালা মুখে হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এরপরে সিসি ক্রিম লাগান। ময়েশ্চারাইজার ও সিসি ক্রিম একসঙ্গেও মারতে পারেন তক খাদ্য থাকবে।
যেকোনো ধরনের ত্বকের জন্য ব্যবহার করুন।
আপনার চাইলে যেকোনো ধরনের ত্বকের জন্য ব্ল্যাকমেলসিসি ক্রিম ব্যবহার করতে পারবেন। কেমন আছিস সিসি ক্রিম আপনাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে এসেছে? সে ক্ষেত্রে আপনি আপনার ত্বকের বর্ণনা অনুযায়ী ক্রিমটি কিনতে পারেন। বর্তমানে বাজারে লেকমের বিভিন্ন ধরনের সিসি ক্রিম রয়েছে। আপনার শুধু আপনার ত্বকের উপযোগী প্রেম কি বাছাই করে কিনতে হবে। আর এভাবেই ক্রয় করার পর ব্যবহার করুন এবং করে ফেলুন নিজের সমস্যার সমাধান এবং পেয়ে যান আকর্ষণীয় ত্বক।