বর্তমানে বিবি ক্রিমের সুনাম চারিদিকে ছড়িয়ে গেছে। কেন জানেন? ত্বকে যত্ন নিতে কিংবা মেকআপ এই একটা ক্রিমই যথেষ্ট। যেমন খুব সহজেই ব্যাগের ভিতরে জায়গা হয়ে যায়। সাইজ ও খুব ছোট আর সময়ও টাকা বাঁচায়। আপনি কি জানেন বিবি ক্রিম সম্পর্কে?
আজকে আমরা জানবো বিবি ক্রিম কি কি কাজ করে? কোন কোন উপাদান দিয়ে তৈরি। ত্বকের কি উপকার করে? কোন ক্ষতিকারক পদার্থ রয়েছে কিনা আরো নানাবীধ বিষয় সম্পর্কে।
বিবি ক্রিম কি?
‘বিবি’ শব্দটির অর্থ বিউটি বাম।এই ক্রিম লাগালে ত্বক মসৃণ, উজ্জ্বল আর তরতাজা দেখায়। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে বিবি ক্রিম।টিন্টেড ময়শ্চারাইজ়ারের থেকে ভালো কভারেজ পেতে চাইলে অথচ ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছে না হলে বেছে নিন বিবি ক্রিম।এটি এমন একটি ম্যাজিক্যাল ক্রিম যা ইউজ করলে bb cream,foundation,primer, pane cake কিছুই আলাদা করে ইউজ করতে হয় না হয় না।
বিবি ক্রিম এর সুবিধাঃ
মেকাপের কোন ঝামেলা পোহাতে হয় না সময়ও ওর টাকা দুটোই সাশ্রয় হয় এবং কোন ধরনের ঝামেলা ছাড়া খুব সহজে ব্যবহার করা যায়। তবে বিবি ক্রিম কেনার ক্ষেত্রে বিভিন্ন রয়েছে সেক্ষেত্রে ব্যান্ডগুলো দেখে কেনা উচিত। যে কোন প্রেমিক প্রেমে সবচেয়ে বড় সুবিধা হল এটি ড্রাই স্কিনের জন্য খুবই উপকারী ত্বকের আদ্রতা বজায় রাখে।BB ক্রিম আসলে হালকা বর্ণাভাযুক্ত ময়েশ্চারাইজ়ার, ত্বকের সুরক্ষিত
বিবি ক্রিম এর ব্যাবহার
১) চোখের প্রাইমার হিসেবে বিবি ক্রিম
২) ফেইস প্রাইমার হিসেবে বিবি ক্রিম
৩)চোখের নীচে আই কন্সিলার হিসেবে বিবি ক্রিম
৪) ফাইন্ডেসান হিসেবে বিবি ক্রিম
৫) হাই লাইটার হিসেবে বিবি ক্রিম
বিবি ক্রিম এর কাজ
- এটি খাঁটি তাজা এবং স্নেহময় চেহারা ত্বক সরবরাহ করে
- এর একটি সূত্রে দু’জন মেকআপ এবং ময়শ্চারাইজার
- দাগ এবং অন্যান্য ত্বকের অসম্পূর্ণতা গোপন করে
- এটি ফেস ফাউন্ডেশন, কনসিলার এবং ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে
- এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে
- কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি ত্বকের পক্ষে ক্ষতিকারক নয়
- এতে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে যা মানুষের ত্বকের জন্য খুব উপকারী।
- ত্রুটিহীন এবং মসৃণ ত্বককে প্রদীপ্ত ত্বক সরবরাহ করে
ক্রিমের অপকারিতা
ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক রয়েছে। প্রত্যেকটা আবিষ্কারই মানুষের কল্যাণের জন্য হয়। তবে এর কিছু খারাপ দিক ও থাকে। তবে আনন্দের সহিত জানানো যাচ্ছে যে বেবি ক্রিমের কোন পার্শ্ব প্রতিক্রিয়া বাম বাজে কোন দিক নেই। কোন প্রকার সন্দেহ ছাড়াই বলা যায় বেবি ক্রিম ত্বকের কোন ক্ষতি করে না। জন নানাবিধভাবে ত্বকের উপকার করে থাকে। যেমন ধরেন এটি শুধু আপনার ত্বককে উজ্জ্বলি করে না সাথে সাথে ত্বকের রোদ থেকে রক্ষা করে আপনার পক্ষে মশ্চারাইজার করে মসৃন করে ব্রণ এবং এডমিনের সমস্যা প্রতিরোধ করে। তবে হ্যাঁ কিছু কথা প্রচলিত আছে স্কিন অনেকের একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি আপনার স্কিনের বৈশিষ্ট্য অনুযায়ী বেবি কিন্তু ক্রয় করেন তবে আপনি আসন্নরূপ ফলাফল পাবেন।
বিবি ক্রিম নাকি মেকআপ?
বর্তমান বিশ্বের মেয়েরা মেকাপের পরিবর্তে বিবি ক্রিম বেশি ব্যবহার করে থাকে। খুব সহজেই বর্তমানে মেয়েদের ডেলি মেকআপ রুটিনে জায়গা করে নিয়েছে। একটু বড় কারণ হচ্ছে যে এটি কিনে মাত্র তেমন সময় লাগে না হালকা হয় সহজেই যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া যায় এবং খুব অল্প সময়ে নিজেকে তৈরি করা যায়। ফাউন্ডেশনের মত এত ঝামেলা পোহাতে হয় না। দেখা গেছে মেকআপ করতে প্রচুর সময়ের প্রয়োজন হয় সেখানে চট করে একটু বিবি ক্রিম মেখে নিলেই খুব অল্প সময় আপনি পেয়ে যাচ্ছেন খুব আকর্ষণীয় ও সুন্দর একটি লোক। দেরি না করে এখনই বাজার থেকে ক্রয় করুন আপনার স্কিন অনুযায়ী পছন্দনীয় বিবি ক্রিমটি
উপাদানঃ
এসপিএফ ফ্যাক্টরের মতো বিবি ক্রিমের(bb cream) উপকরণেও বিস্তর ফারাক থাকে। তবে বিবি ক্রিম মানেই এই উপকরণগুলি থাকবে–
স্কিন প্রোটেক্ট্যান্ট(Skin protectant): ভিটামিন(vitamin), অ্যান্টিঅক্সিডেন্ট(antioxidant)
ময়শ্চারাইজার(moisturiser): যেমন হায়ালিউরোনিক অ্যাসিড(hyaluronic acid), গ্লিসারিন(glycerin), প্যান্থেনল(panthenol) ও সিরামাইডস(ceramides)
মিনারেল এসপিএফ(mineral spf): যেমন জিঙ্ক অক্সাইড(zinc oxide), টাইটেনিয়াম অক্সাইড(titanium oxide)
ব্রাইটনার(brightener): যেমন নিয়াসিনামাইড(niacinamide), লিকোরিস রুট(licorice root)
স্কিন ফার্ম এজেন্ট(skin firm agent): যেমন পেপটাইডস(peptides), হাইড্রোলাইজড কোলাজেন(hydrolised collagen) ইত্যাদি।
বিবি ক্রিমের নামেই আছে বিউটি বাম, এই বিবি ক্রিম ফাউনডেশনের তুলনায় বেশ হালকা। মুখে দাগছোপ বেশি থাকলে কিংবা ত্বক একেবারে বিবর্ণ হয়ে গেলে তা ঢাকতে মেকআপ করার সময় ফাউনডেশন ব্যবহার করলে বিবি ক্রিমের তুলনায় ভাল ফল পাবেন। ফাউনডেশন ম্যাক্সিমাম কভারেজ দেয়।