Dr rashel vitamin c serum এর কাজ কি

0 minutes, 24 seconds Read

 

dr rashel vitamin c serum price in bangladesh

৳ 399.00 ৳ 350.00

সরাসরি কিনতে ফোন করুন: 01758983508

পণ্য সমগ্র বাংলাদেশে ডেলিভারী দেওয়া হয়।

ঢাকার বাহিরে থেকে অর্ডার করতে চাইলে 150 টাকা অগ্রিম পরিশোধ করুন ?

 

বলুন তো, কোন ভিটামিন শরীরের সবচেয়ে উপকারী বন্ধু? জানি উত্তরটা রয়েছে আপনাদের কাছে! সবচেয়ে উপকারী ভিটামিনের প্রসঙ্গ উঠলে ‘সি’-এর সঙ্গে টেক্কা দেওয়া কঠিন! অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর ভিটামিন সি শুধু শরীরের পক্ষেই উপকারী নয়, আপনার ত্বকেরও সবচেয়ে কাছের বন্ধু! সিরাম, ময়শ্চারাইজার আর ক্রিম আকারে ভিটামিন সি মাখলে তা অসমান ত্বকের রং, ত্বকের নিষ্প্রাণভাব, সূক্ষ্মরেখা, অমসৃণ খসখসেভাব, ব্রণর দাগ, এ সব কিছু থেকেই মুক্তি দিতে পারে।

 

কাজেই আপনার দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন সি সমৃদ্ধ প্রডাক্ট যোগ করা অত্যন্ত জরুরি। তবে তার জন্য বাড়তি খাটনি হবে না আপনার। সত্যি বলতে ভিটামিন সি আপনার ত্বকের এতরকম সমস্যার খেয়াল রাখবে যে আলাদা করে বিস্তারিত স্কিনকেয়ার রুটিন মেনে চলার দরকারই পড়বে না! দেখে নিন কী কী কারণে নিজের রূপচর্চার উপাদানের তালিকায় একদম প্রথমে রাখবেন ভিটামিন সি।

 

কেন স্কিন কেয়ারে ভিটামিন সি ইউজ করবেন?

 

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আপনার স্কিনের ফ্রি রেডিক্যালস নিউট্রিলাইজ করে। সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলাবালি, স্ট্রেস, স্মোকিং এসব থেকে সৃষ্ট ফ্রি রেডিক্যালস আপনার স্কিন সেলের ডিএনএ ড্যামেজ করে। ফলে খুব তাড়াতাড়ি ফেইসে প্রিম্যাচিউর এজিং এর সমস্যা দেখা দেয়, যেটিকে সহজে আমরা বলে থাকি বয়সের ছাপ পড়া! ধরুন আপনার বয়স হচ্ছে ২৫, কিন্তু আপনাকে দেখলে মনে হয় ৩০+, আর এভাবেই আপনার স্কিন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এক্ষেত্রে ভিটামিন সি সিরাম আপনার স্কিনের রিংকেলস, ফাইন লাইনস প্রিভেন্ট করে প্রিম্যাচিউর এজিং সাইন রোধ করে।

সিরাম সম্পকিত কিছু তথ্য: ফে ইস সিরাম সম্পর্কে প্রথম কথাটি হলো এটি স্কিন ফে কেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেটি ইস সিরাম সম্পর্কে প্রথম কথাটি হলো এটি স্কিন ফে কেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেটিকেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেটি আপনার মিস করা উচিত না। ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন বা টোনার, প্রত্যেকটি প্রোডাক্ট যেমন আপনার স্কিনে কাজ করে; তেমনি সিরামে থাকা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টগুলো স্কিনের ডিপে গিয়ে প্রবলেমগুলোকে টার্গেট করে সেগুলো ফিক্স করে খুব সহজেই। আজকাল আমরা অনেক ধরনের সিরাম ইউজ করে থাকি। একেকটা সিরামের কাজ একেক রকম। তাই যেকোনো সিরাম ব্যবহার করার আগে সেটির কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আজকে আমরা জানবো ভিটামিন সি সিরাম নিয়ে। কারা ইউজ করতে পারবেন, কেন ইউজ করবেন, সবই জানতে পারবেন আজকের আর্টিকেলে

 

 

ভিটামিন সি সিরাম এর আরও কয়েকটি বেনিফিট

 

1) এতে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলি আছে, ফলে স্কিনের রেডনেস কমাতে আর ইভেনটোন স্কিন পেতে আপনাকে সাহায্য করবে।

 

2) মাঝে মধ্যে স্কিনে আরো একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো স্কিন স্যাগিং বা চামড়া ঝুলে পড়া, সেই সাথে স্কিনের ইলাস্টিসিটি হারিয়ে ফেলা। এজন্য স্কিনে কোলাজেন প্রোডাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই কারণে ভিটামিন সি সিরাম স্কিন কেয়ারে অ্যাড করতে হবে।

 

3) সান ড্যামেজ প্রিভেন্ট করে। সান এক্সপোজারে আপনার স্কিনের যে ক্ষতিগুলো হয়, সেগুলো রিপেয়ারের জন্য ভিটামিন সি এর কাজ অতুলনীয়। এতসব উপকারিতার পরে আরেকটি ইনফরমেশন না দিলেই নয়, এটি আপনার স্কিনকে হাইড্রেটেড রাখবে।

 

কারা এই সিরাম ব্যবহার করতে পারবে?

যেকোনো স্কিন টাইপে এটি বেশ কার্যকরী। যাদের বয়স ২০+, শুধুমাত্র তারাই স্কিন কেয়ারে সিরাম অ্যাড করতে পারবে। এর আগে বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। দিনে সানস্ক্রিন অ্যাপ্লাই ও রিঅ্যাপ্লাই ( ৩/৪ ঘণ্টা পর) করা কিন্তু মাস্ট। তবে স্কিনে আগে প্যাচ টেষ্ট করে নিতে হবে, কানের নিচে আগে একটু লাগিয়ে দেখতে হবে। মিনিমাম ২৪ ঘন্টা রেখে দেখবেন যে কোনো ধরনের ইরিটেশন হচ্ছে কিনা।

 

কখন ব্যবহার করবেন?

 

  • সকালে স্কিন কেয়ারে ভিটামিন সি সিরাম রাখতে পারবেন।

 

  • এটি সকাল-রাত সবসময়ই ইউজ করা যায়। ফেইস ওয়াশ দিয়ে স্কিন

 

  • ক্লিন করে টোনার অ্যাপ্লাই করুন, এরপর কিছু সময় গ্যাপ দিয়ে সিরাম ব্যবহার করুন।
  • মাত্র কয়েক ফোঁটাই এনাফ। এরপর

 

  • রেগুলার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন, কিন্তু দিনের বেলা

 

  • অবশ্যই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ইউজ করতে হবে।

 

 

 

ভিটামিন সি সিরাম কনসেনট্রেশন

 

সবসময় প্যাকেটে ইনগ্রেডিয়েন্টস লেবেলে দেখা যায় ভিটামিন সি বিভিন্ন নামে বা বিভিন্ন ফর্মে থাকে, সেক্ষেত্রে দেখবেন এটি যেন L ascorbic acid form এ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসেনট্রেশন। ১০-১৫% সবচেয়ে ভালো, এর বেশি হলে স্কিনে ইরিটেশন হতে পারে। প্রোডাক্ট অ্যাপ্লাই করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে স্কিন সেটা ভালোমতো অ্যাবজর্ব করতে পারে।

 

 

প্রিজারভেশন:

 

এই সিরামটি লাইট, এয়ার, হিট সেনসিটিভ হয়ে থাকে। এজন্য সহজেই অক্সিডাইজড হয়ে কালার চেঞ্জ হয়ে যায়। এটি আপনি চোখে দেখেই বুঝতে পারবেন যদি সমস্যা হয়। তাই শুকনো ও ঠাণ্ডা জায়গায় রাখতে পারেন। অবশ্য প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেটি ফলো করবেন।

 

স্কিন কেয়ারে ভিটামিন সি ব্যবহার নিয়ে কিছু সর্তকতা

 

যেহেতু এটি একটি অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট, তাই অন্য অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস এর সাথে মিক্স না করাই ভালো। একই সাথে দুই বা ততোধিক সিরাম ইউজ করবেন না। আমাদের মুখের ত্বক বডির অন্য অংশের ত্বকের চেয়ে নাজুক বা সেনসিটিভ হয়ে থাকে, তাই একটু সাবধানে থাকবেন।

 

1) AHA & BHA অর্থাৎ গ্লাইকোলিক, স্যালিসাইলিক এবং ল্যাকটিক অ্যাসিড, এগুলো একসাথে ইউজ করবেন না। কারণ সবগুলোই অ্যাসিড আর এতে পিএইচ লেভেল ইমব্যালেন্সড হয়ে যায়।

2)  রেটিনল আর ভিটামিন সি সিরাম দুটোই অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস যুক্ত, একসাথে ইউজ করলে একটি আরেকটিকে ইনঅ্যাকটিভ করে ফেলে। সেক্ষেত্রে একটি সকালে, আরেকটি রাতে ব্যবহার করতে পারেন। রেটিনল রাতে ইউজ করলে, পরের দিন সকালে বেসিক স্কিন কেয়ার করে ভিটামিন সি সিরাম লাগাতে পারেন।

৩) নিয়াসিনামাইড আরেকটি হেল্পফুল অ্যান্টি অক্সিডেন্ট। এই দুটি একত্রে ব্যবহার করলে একনে ব্রেকআউট হওয়ার চান্স থাকে। তাই এটিও কিছু সময় গ্যাপ দিয়ে ব্যবহার করবেন। নিয়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করে মিনিমাম ৩০ মিনিট। গ্যাপ দিয়ে ভিটামিন সি ব্যবহার করতে পারেন।

 

এই ছিল স্কিন কেয়ারে ভিটামিন সি সিরাম সম্পর্কে খুঁটিনাটি তথ্য। আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হবেন। অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্টস এর জন্য শপ সাজগোজ.কম আমার ভরসার জায়গা। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ভিটামিন সি সিরামের উপকারিতা অনেক

 

১.রোদে পোড়া দাগ দূর করে। ২.ব্রাউন তিল/ফ্রেকলস দূর করে।

 

৩. চোখের নিচের কালোদাগ দূর করে।

 

৪.ত্বকের কুচকানো ভাব দূর করে।

 

৫.ড্যামেজ স্কিন ভেতর থেকে রিপেয়ার করে। ৬.ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও

 

৭.ত্বক গ্লোয়িং করে।

 

৮.রেগুলার ইউসে ত্বকের কালো দাগ দূর করে।

 

৯.ত্বককে হেলদি করে ও ফর্সা করে তোলে।

 

ব্যবহারের নিয়মঃ এটা শুধু রাতে ব্যবহার করা যাবে।

 

ফেসওয়াস করে টোনার লাগিয়ে তারপর তিন ফোঁটা সিরাম নিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগাতে হবে।

 

 

বলুন তো, কোন ভিটামিন শরীরের সবচেয়ে উপকারী বন্ধু? জানি উত্তরটা রয়েছে আপনাদের কাছে! সবচেয়ে উপকারী ভিটামিনের প্রসঙ্গ উঠলে ‘সি’-এর সঙ্গে টেক্কা দেওয়া কঠিন! অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর ভিটামিন সি শুধু শরীরের পক্ষেই উপকারী নয়, আপনার ত্বকেরও সবচেয়ে কাছের বন্ধু! সিরাম, ময়শ্চারাইজার আর ক্রিম আকারে ভিটামিন সি মাখলে তা অসমান ত্বকের রং, ত্বকের নিষ্প্রাণভাব, সূক্ষ্মরেখা, অমসৃণ খসখসেভাব, ব্রণর দাগ, এ সব কিছু থেকেই মুক্তি দিতে পারে।

 

কাজেই আপনার দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন সি সমৃদ্ধ প্রডাক্ট যোগ করা অত্যন্ত জরুরি। তবে তার জন্য বাড়তি খাটনি হবে না আপনার। সত্যি বলতে ভিটামিন সি আপনার ত্বকের এতরকম সমস্যার খেয়াল রাখবে যে আলাদা করে বিস্তারিত স্কিনকেয়ার রুটিন মেনে চলার দরকারই পড়বে না! দেখে নিন কী কী কারণে নিজের রূপচর্চার উপাদানের তালিকায় একদম প্রথমে রাখবেন ভিটামিন সি।

 

কিছু প্রশ্ন:

1)ত্বকে ভিটামিন সি সিরামের উপকারিতা কী?

2)সিরামে শক্তিশালী সক্রিয় উপাদান থাকে এবং যে কোনও ত্বক পরিচর্যার সামগ্রীর চেয়ে তা অনেক বেশি কার্যকর। স্কিনকেয়ার রুটিনে ভিটামিন সি সিরাম যোগ করলে কোলাজেন তৈরি বৃদ্ধি পাবে, হাইপারপিগমেন্টেশন কমবে, ত্বকের রং উজ্জ্বল হবে, রোদের ক্ষতির হাত থেকে ত্বক সুরক্ষিত থাকবে এবং ত্বকে কোনও ক্ষত থাকলে তা চটপট সেরে যাবে।

 

3) মুখে ভিটামিন সি সিরাম কখন মাখব?

 

দিনে একবার কি দু’বার মুখে ভিটামিন সি সিরাম লাগাতে পারেন। মুখ পরিষ্কার করে টোনার লাগানোর পর এবং ময়শ্চারাইজার মাখার আগে সিরাম লাগিয়ে নিন। দিনের বেলায় সানস্ক্রিন মাখতে ভুলবেন না, কারণ রোদের সংস্পর্শে এসে ভিটামিন সি-এর কার্যকারিতা কমে যেতে পারে।

4) ভিটামিন সি মাখলে কি কালো দাগ কমে?

 

আরো বিস্তারিত জানতে নক করুন। আমাদের Webside www.nogor bazaar bd.com

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X